Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসক সংকটে বোনারপাড়া রেলওয়ে হাসপাতাল 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১০:২৪ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১০:২৪ AM

bdmorning Image Preview


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:   

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে হাসপাতালটি জনবলের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা কাংখিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট ডিভিশনের বোনারপাড়া সেকশনের রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীসহ তাদের সন্তানাদির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করার লক্ষ্যে বোনারপাড়া জংশন ষ্টেশনে নির্মিত করা হয় বোনারপাড়া রেলওয়ে হাসপাতাল (ডিসপেনসারী)। 

ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালটিতে শুরু থেকেই একজন সহকারী সার্জন (এমবিবিএস) পদসহ অন্যান্য অনেক পদে জনবল ছিল। রেলের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদান ছাড়াও রেলপথে কাহারো কোন অঙ্গহানী কিংবা অঙ্গ কেটে গেলে তারাও বিনামূল্যে চিকিৎসা সেবা পেত এই হাসপাতাল থেকে। ওই সময় রোগীদের ভিরে প্রাণ চাঞ্চল্যকর পরিবেশ ছিল সেখানে। কিন্তু সময়ের পরিবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার অগোচরে হাসপাতালের কার্যক্রম ক্রমাগতভাবে গুটিয়ে নেয়। 

জনবল সংকটের কারণে আগের মতো আর চিকিৎসা সেবা পায় না সংশ্লিষ্ট রোগীরা। অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েও হতাশ হয়ে ফিরে আসছে। ফলে বন্ধ হবার উপক্রম হচ্ছে এক সময়ের ঐতিহ্যবাহী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান বোনারপাড়া রেলওয়ে হাসপাতালটি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের একটি মাত্র কক্ষ খোলা রয়েছে। অন্যান্য কক্ষগুলো তালাবদ্ধ। এক পক্ষে ১জন ফার্মাসিষ্ট ও ২ জন ওয়ার্ড বয় রোগীদের নামে মাত্র চিকিৎসা সেবা প্রদান করছে।

কর্তব্যরত জনৈক এক কর্মচারী জানান, বিগত ২০১১ইং সালের সহকারী সার্জন এন.কে ভট্টাচার্য পদোন্নতি পেয়ে রাজশাহী বিভাগীয় রেলওয়ে মেডিকেল অফিসে যোগদান করেন। 

তারপর থেকে এ পদ শূণ্য রয়েছে। এ হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগ প্রদান তো করছেই না বরং কর্তৃপক্ষ এখান থেকে ক্লিনার, আয়া, ড্রেসার, নার্স, চৌকিদারসহ অন্যান্য পদের কর্মচারীদের অন্যত্র সড়িয়ে নিয়ে পদগুলি বিলুপ্ত ঘোষণা করেছে। এ কারণে রোগীদের প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। 
 

Bootstrap Image Preview