Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুকে ছাড়া কনসার্টে এল আর বি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


শোককে শক্তি বানিয়ে প্রথমবারের মতো আইয়ুব বাচ্চুকে ছাড়াই কনসার্ট করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড এল আর বি। আগামী ৩১ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি।

এই কনসার্টেও অংশ নেবার কথা ছিল আইয়ুব বাচ্চুর। এর আগে গত ১৬ অক্টোবর রংপুরে শেষবার কনসার্টে অংশ নিয়েছিলেন গিটার জাদুকর।

এরপর ১৮ অক্টোবর, বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় আইয়ুব বাচ্চুকে। তখন তিনি অচেতন ছিলেন। ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

আইয়ুব বাচ্চুর এভাবে অকালে চলে যাওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ব্যান্ড ‘এলআরবি’র সদস্যরা। চট্টগ্রামের কনসার্টে দর্শকদের নিয়ে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গান করবে দলটি।

জানা গেছে, ‘শেকড়ের সন্ধানে’ শিরোনামে ৭টি কনসার্টে অংশ নেবার কথা এলআরবি’র। এর মধ্যে প্রথম কনসার্টে আইয়ুব বাচ্চু অংশ নিলেও,এবার গিটার জাদুকরকে ছাড়াই কনসার্টে অংশ নেবে এলআরবি। মূলত আয়োজকদের অনুরোধে মঞ্চে উঠতে যাচ্ছে এলআরবি’র সদস্যরা।

কেমন হবে আইয়ুব বাচ্চুকে ছাড়া এল আর বির পথ চলা এমন প্রশ্ন যখন হাজারো সঙ্গিতপ্রেমীর মনে কড়া নাড়ছে সেই সময়ে এই কনসার্টের প্রতি সবার যে আলাদা নজর থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না।

Bootstrap Image Preview