Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালুকায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত, আহত ওসিসহ ৪পুলিশ সদস্য 

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৩২ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৩২ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৭) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে।

ভালুুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার কাদিগড় এলাকায় একদল ডাকাত প্রস্তুুতি নিচ্ছে সংবাদ পেয়ে পুলিশ ওই স্থানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় উপজেলার আংগারগাড়া গ্রামের ফালান বাছেদের ছেলে আনোয়ার পালাতে গেলে গুলিবিদ্ধ হয়। পরে আনোয়ারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন তালিকাভুক্ত একজন ডাকাত। তার নামে ভালুকা, শ্রীপুর, জয়দেবপুরসহ আরও কয়েকটি থানায় ডাকাতি, নারী নির্যাতন, মাদকের ১৫ টি মামলা রয়েছে এর মাঝে ৯টিতে ওয়ারেন্ট রয়েছে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, চাপাতি উদ্ধার করা হয়েছে। ওই সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

 

Bootstrap Image Preview