Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৪৮২ জন

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview


আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে পরীক্ষার্থী  ১ হাজার ৬৯২ জন, জেডিসি পরীক্ষায় ১টি কেন্দ্রে পরীক্ষার্থী ৪৫৬ জন উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়।

এছাড়া এবছর একই দিনে অনুষ্ঠিতব্য এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষার ১টি কেন্দ্রে অংশ নেবে ৩৩৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষাকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পর্কে উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ বলেন, সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়ার জন্য সবধরণের পদক্ষেপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর হতে শুরু হওয়া জেএসসি জেডিসি পরীক্ষায় সারাদেশ থেকে বসছে ২৭ লাখ শিক্ষার্থী। এর মধ্যে  স্কুল ও মাদ্রাসা থেকে দুই হাজার ১৪৫ কেন্দ্রে জুনিয়র পর্যায়ের এ পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নেবে। 

এছাড়া এবারের পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্র থেকে মোট ৫৭৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

Bootstrap Image Preview