Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 হাতিয়ায় সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর অংশ গ্রহণে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাতিয়ার ৩ জন গুণীকে সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনাপ্রাপ্তরা হলেন-  মোঃ ইরাক, এম. শোভা খাঁন ও ব্রজ গোপাল দাস।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া স্টেশন কোস্টগার্ড কমান্ডার মোঃ শাকিল আহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ আকবর হোসেন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সহযোগি অধ্যাপক গৌরাঙ্গ লাল দাস ও মুক্তিযোদ্ধা এ.কে.এম মানছুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত ওই ৩ গুণীজন তাদের স্ব স্ব অভিমত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। পরে হাতিয়া উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।     

Bootstrap Image Preview