Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্দোলন জানলে বাংলাদেশে আসতাম না; পায়ে হেঁটে কক্সবাজারে ফ্রান্সের ২ ভ্রমণপিপাসু

এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview


পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণের জন্য বাংলাদেশে অাসেন ফ্রান্সের দুই নাগরিক। অানন্দ উল্লাসের জন্য বাংলাদেশে অাসলেও রবিবার (২৮অক্টোবর) সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বের হয়ে শ্রমিকদের কয়েকটি বাঁধা পেরিয়ে সিএনজিযোগে শাহ আমানত সেতু এলাকায় আসেন এই দুই ভ্রমণ পিপাষু। চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে কক্সবাজারের পথে রওনা হয়েছেন কিনডে ক্রোফোর্ড, পারফোর্ড ব্রাউন। 

চট্টগ্রাম ৩নং শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ভ্রমণ পিপাষু কিনডে ক্রোফোর্ড, পারফোর্ড ব্রাউনের সাথে কথা বললে তারা বলেন, দশ দিনের ভ্রমণে অামরা বাংলাদেশে এসেছি। শ্রমিকদের কর্মবিরতির কথা জানি না। কিন্তু কোন যানবাহন না পাওয়ায় হেঁটে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এসময় পারফোর্ড ব্রাউন জানতে চান শ্রমিকদের ডাকা কর্মবিরতি কত ঘন্টা? ৪৮ ঘন্টার কর্মবিরতির কথা জানালে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের কথা জানলে আমরা বাংলাদেশে ভ্রমণে আসতাম না।

তাদেরকে পুলিশের মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে সহযোগিতার আহবান জানালে তারা সবিনয়ে প্রত্যাখান করেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী আকতার হোসেন অারিয়ান বলেন, শ্রমিক আন্দোলনের কারণে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে দুই বিদেশি পর্যটকের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যারা দেশের সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে তাদের কোন দাবি মানা উচিত নয় সরকারের।

Bootstrap Image Preview