Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:২০ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আজ রবিবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতির শুরু হয়। ফলে দূরপাল্লার সকল ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মাটিরাঙ্গার জনসাধারণ ও স্কুল কলেজগামী শত শত শিক্ষার্থী।  

এদিকে পরিবহন চালকগণ গণপরিবহন চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিচ্ছেন সিএনজি সহ বিকল্প বাহন।

মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা চত্বর, চট্রগ্রাম/ঢাকা'র বাস স্ট্যান্ড থেকে কোন পরিবহন যাতায়াত করছে না। এসব স্থানে যাত্রীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

শ্রমিক নেতারা জানায়, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এতে আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, জনভোগান্তির দ্রুত অবসান দাবি করে যান চলাচল নিশ্চিত চান মাটিরাঙ্গার সাধারণ যাত্রীরা। 

Bootstrap Image Preview