Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তরে ছাত্রলীগের প্রস্তুতি সভা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০১:৫৪ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০১:৫৪ PM

bdmorning Image Preview


আগামী ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রস্তাবিত মায়া বীর বিক্রম স্টেডিয়াম (ঘনিয়ারপাড়) মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি’র নিজ বাসভবন মোহনপুরস্থ আলী ভিলায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হচ্ছে ছাত্রলীগ, বাংলাদেশের জন্মের সাথে ছাত্রলীগের গৌরব ও উজ্জ্বল ইতিহাস গাথা রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নেতৃত্বদানকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে। তিনি বলেন, বিশ্ববাসী আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। ছাত্রলীগকে আরো বেশি সুসংগঠিত হতে হবে। সাধারণ মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে, সরকারের উন্নয়নের কথা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নোমান দেওয়ান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, উপজেলা ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম, তাহসিন, বাতেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ আলম অপু’সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, আগামী আগামী ৩রা জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলা পরিষদ প্রস্তাবিত মায়া বীর বিক্রম স্টেডিয়াম (ঘনিয়ারপাড়) মাঠে উপজেলা আ.লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আ.লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু। ইতিমধ্যে এ জনসভাকে ঘিরে আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ও উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনের পূর্বে এটিই হবে আ.লীগের সর্ববৃহৎ গণসমাবেশ।


 

Bootstrap Image Preview