Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ হলো মারমা সম্প্রদায়ের 'ওয়াগ্যোয়াই পোয়ে'

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৭ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


বান্দরবানে শেষ হলো মারমা সম্প্রদায়ের তিনদিনব্যাপী প্রবারণা উৎসব বা 'ওয়াগ্যোয়াই পোয়ে'।

আজ বৃহস্পতিবার রাতভর পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, হাজার প্রদীপ প্রজ্জলন, নতুন কাপড় পড়ে ছোয়াইং দান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মাধ্যমে শেষ হয় এই উৎসব।

বৌদ্ধ ধর্র্মালম্বীদের প্রবারনা উৎসবকে মারমারা বলে ওয়াগ্যোয়াই পোয়ে। বৌদ্ধ ধর্ম নিয়ম অনুসারে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনি পূর্ণিমা পর্যন্ত তিন মাসের বর্ষাবাসের সমাপ্তির উৎসব হিসেবে মারইররা এ উৎসব পালন করে থাকে।

উৎসবের শেষ দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বৌদ্ধ ধর্মালম্বী নরনারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

 

Bootstrap Image Preview