Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে আওয়ামী লীগ নেতা হত্যায় ৯ জনের যাবজ্জীবন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM

bdmorning Image Preview


নাটোরের সিংড়া উপজেলার আওয়ামী লীগ নেতা আবু খান (৫৫) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

সাজাপ্রাপ্তরা হলেন, আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭), সবুজ আহমেদ (২২), আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬) ও মো. রাব্বানী (২৩)।

আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, স্বশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার বরাদ দিয়ে তিনি আরও জানান, খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ২৯ মার্চ সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড় গ্রামের মৃত শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত আবু খানের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি নাটোরের আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
 

Bootstrap Image Preview