Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সময়ের আগেই শীত, ভয়াবহ রেকর্ড গড়তে পারে এ বছর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


শরৎ বিদায় নেওয়া মানেই হেমন্তের আগমন। কুয়াশার শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙ প্রতিদিনই বিবর্ণ হয়ে আসছে। উত্তরের বাতাসে শিরশিরে অনুভবই বলে দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। বাতাসে কমছে জলীয় বাস্প, বাড়েছে আর্দ্রতা। হালকা হিম বাতাসে অনেকেই গায়ে জড়ালেন ছাদর।অনেকেই শীতকে মোকাবেলা আর বরণ করে নেওয়ার জন্যেই ব্যস্ততায় দিন পার করছেন। অনেকেই বলেছেন শীত এসে গেল।

গতকাল  দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ  ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় সন্ধ্যায় বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে খেয়ালি হয়ে উঠেছে প্রকৃতি। এই অবস্থা বিপদজনক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এবার আড়াই মাস আগেই শীত এসেছে উত্তরাঞ্চলে। শীতের তীব্রতা বাড়বে বহুগুণ। পরিস্থিতি ভয়াবহ রূপ নিতেও পারে।

গত কয়েক বছরের তুলনায় এবার দুই মাস আগেই উত্তরাঞ্চলে শীত এসে গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা  পূর্বাভাস দিয়ে বলছেন, চলমান আবহাওয়ায় পরিবর্তন না এলে এবার শীতের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। গত বছরের ৮ জানুয়ারি ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল তাপমাত্রা। এবার তা ছাড়িয়ে যেতে পারে।

Bootstrap Image Preview