Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ সিরিজ জয়ের প্রতিবন্ধকতা হতে পারে শিশির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১১:৩৮ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১১:৩৮ AM

bdmorning Image Preview


মিরপুরে প্রথম ওয়ানডেতে ইমরুল কায়েস ও সাইফুদ্দিনের ব্যাটিংয়ে ভর করে জয়ে পেয়ে তিনর ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। বন্দর নগরী চট্টগ্রামের আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ফের মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেত চায় মাশরাফির দল।  বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

প্রথম ওয়ানডেতে জয় পেলেও টপ-অর্ডার নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় ম্যাচের আগে মাশরাফি বলেন, ‘টপ অর্ডারে একজন ব্যাটসম্যান একশ করার পরেও দলীয় রান তিনশ হচ্ছে না। টপ অর্ডারের একজন সেঞ্চুরি পেলে দলীয় সংগ্রহ তিনশ ছাড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই জায়গাটা চিন্তার। টপ অর্ডারে বড় সংগ্রহের পর পরের দিকে, যে সাহায্যটা দরকার সেটা এত পরে আসছে যে রানটা বড় হচ্ছে না। এই জায়গায় মানিয়ে নিতে হবে।’

তবে আজ বাংলাদেশের ম্যাচ জয়ের পথে বাঁধা হয়ে দাড়াতে পারে শিশির। দিনের শেষে আবহাওয়ার আদ্রতায় বাড়ার কারণে বল গ্রিপ করতে সমস্যা হবে। তাই আজকের ম্যাচে টস একটি বড় ইস্যু। যেই দল টসে জীতেত তারা শিশির েএড়াতে ব্যাটিং করতে চাইবে। সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে স্পিনার ও পেসারদের বাড়তে পরীক্ষা নিবে শিশির।

পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছেন, ‘মতে সন্ধ্যার পর আস্তে আস্তে শিশির পড়ার মাত্রা বাড়তে থাকে।’ শিশিরের কথা মাথায় রেখে মঙ্গলবার রাতে মাঠের আউটফিল্ডে কোনো পানি দেওয়া হয়নি। তবে রাতের কুয়াশায় মাঠ ভিজে গেছে। তাই কুয়াশা এড়ানোর তাগিয়ে আজ বাংলাদেশ টসে জীতলে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে চাইবে এটা নিশ্চিত।

Bootstrap Image Preview