Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র পরির্দশনে ডা. জাফরুল্লাহ, সাভারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৪০ AM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview


অনেকটা আকস্মিক ভাবে জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরির্দশনে আসেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে তিনি ঘন্টা দু’য়েক অবস্থান করে সুনামগঞ্জ ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,  দক্ষিণ সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে পাগলা এলাকায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল রয়েছে।’ মঙ্গলবার অনেকটা আকস্মিকভাবেই সেখানে আসেন তিনি। সিলেট থেকে গাড়িযোগে এসে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল পরির্দশন করেন। ঘন্টা দু’য়েক অবস্থানকালে জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং হাসপাতালে কর্মরতদের সাথে কথা বলেন। হাসপাতাল পরিদর্শনকালে তাকে দ্বায়িত্বরতদের বিভিন্ন দিকনির্দেশনাও দিতে দেখা যায়। পরে তিনি হাসপাতালে কর্মরত লোকদের সঙ্গে ফটোসেশন করেন।

এদিকে টকশোতে সেনা প্রধান সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ উঠা ডা. জাফরুল্লাহ চৌধুরী পাগলা এসেছেন এমন খবর পেয়ে সেখানে যান জেলা ছাত্রলীগের সাবেক কয়েকজন সিনিয়র নেতাকর্মীরা। ওই সময় বেশ বেশ কিছু লোকজনও জড়ো হন। তবে  সেখানে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে সড়ে যান।’

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইফতেখার উদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে জানান, জাফরুল্লাহ দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় এসেছিলেন তা আমাদের পূর্বে জানা ছিল না, শুনেছি ওনার ওখানে হাসপাতাল রয়েছে তা পরিদর্শন করতে এসেছিলন তিনি।’

ডা. জাফরুল্লাহ সুনামগঞ্জের পাগলায় অবস্থান কালেই সাভারের আশুলিয়ায় তার প্রতিষ্ঠিত দুটি প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানায় একযোগে অভিযান শুরু করে র‌্যাব- ৪।

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। ভ্রাম্যমাণ আদালতে তাকে সহায়তা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান এবং সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
অভিযান শেষে এক ব্রিফিংয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গণস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিউটিক্যালে অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন ল্যাবে মেয়াদোত্তীর্ণ রোম্যাটারিয়াল্স দিয়ে অ্যান্টিবায়োটিক উৎপাদন করায় ট্রাস্ট্রিকে ১৫ লাখ টাকা জরিমানা ও ল্যাবটি সিলগালা করা হয়েছে।

এছাড়া গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের লাইসেন্স থাকায়, অপারেশন বিভাগের সরঞ্জামাদি পুরাতন ও প্যাথলজি বিভাগের বিভিন্ন দোষত্রুটির জন্য ১০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি লাইসেন্স করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

Bootstrap Image Preview