Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে হোটেলে ৫ কেজি গানপাউডারসহ ১১জন গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview


রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে অফিযান পরিচালনা করে পাঁচ কেজি গানপাউডারসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডের উপকূল হোটেলে অভিযানটি পরিচালনা করে ডিবি-উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডের উপকূল হোটেলে অভিযান চালায় ডিবি-উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। এ সময় হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে পাঁচ কেজি গানপাউডারসহ ফজলুল কবির ওরফে ফয়সাল, জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মাহামুদুর রহমান, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, আবু সাঈদ, মশিউর রহমান, হেলাল উদ্দিন, শাহাদত হোসেন ও দেলোয়ার হোসেন নামে ১১ জনকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের দাবি, ঢাকায় নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এসব গানপাউডার মজুত করেছিল ওই ১১জন।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার ডিসি মাসুদর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, ঢাকার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার অবনতিসহ বর্তমান সরকারের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তারা গানপাউডার মজুত করে।

আটকদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেন ডিবির এই কর্মকর্তা।

Bootstrap Image Preview