Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকল ধরনের গণমাধ্যমের শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘বিইআরএফ’র যাত্রা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫০ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৯:৫১ PM

bdmorning Image Preview


পত্রিকা, টেলিভিশন, অনলাইন, রেডিওতে কর্মরত শিক্ষাবিষয়ক রিপোর্টারদের নতুন সংগঠন ‘বিইআরএফ’ এর আত্মপ্রকাশ করেছে। শিক্ষাবিষয়ক প্রতিবদেন তৈরির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নানা গবেষণামূলক কাজের লক্ষ্য নিয়ে এই সংগঠনের পথচলা শুরু বলে জানানো হয়েছে।

মনোনীতি কমিটিতে রয়েছেন: সভাপতি - চ্যানেল আইয়ের মোস্তফা মল্লিক, সহ সভাপতি- বাসস এর মোর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক- বাংলা ট্রিবিউনের এস এম আববাস, যুগ্ম সাধারণ সম্পাদক- একাত্তর টেলিভিশনের শারমিন নিরা, সাংগঠনিক সম্পাদক – ইনডিপেনডেন্ট টেলিভিশনের নূরে আলম পিন্টু, অর্থ সম্পাদক - নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জুবায়ের মাহমুদ, দপ্তর সম্পাদক - রেডিও ধ্বনির সিদ্দিকুর রহমান রোমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- সময় টেলিভিশনের প্রসুন আশীষ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক- এটিএন বাংলার মাহাবুব কবির চপল, ক্রীড়া ও আপ্পায়ন সম্পাদক - চ্যানেল টোয়েন্টিফোরের হাসনাত রাব্বী, প্রচার ও প্রকাশনা সম্পাদক - বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, নির্বাহী সদস্য - যমুনা টেলিভিশনের নুরুন্নবী সরকার, আমাদের অর্থনীতি পত্রিকার তরিকুল ইসলাম সুমন, আমার সংবাদের মো. বেলাল হোসেন।

Bootstrap Image Preview