Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. জাফরুল্লাহর গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে র‌্যাবের অভিযান

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৫২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাভার উপজেলায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (‌র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

২৩ অক্টোবর, মঙ্গলবার বিকেলে থেকে সাভারের মির্জানগরে অবস্থিত গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে অভিযান শুরু করে র‌্যাব-৪-এর একটি দল।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা।

এর আগে ১৫ অক্টোবর, সোমবার মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি এবং ১৯ অক্টোবর, শুক্রবার ইমাম হাসান নামের আরেক ব্যক্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় জমি দখল ও চাঁদাবাজির দুটি মামলা করেছিলেন। পরে ২১ অক্টোবর, রবিবার সন্ধ্যায় সৈয়দ সেলিম আহমেদ নামে এক ব্যক্তি একই অভিযোগে ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন।

Bootstrap Image Preview