Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় সাবেক স্ত্রী রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে ফখরুল ইসলাম (২৮) নামের প্রবাসী স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় সাবেক স্ত্রী উম্মে হাবিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, ফখরুল ইসলাম হত্যার ঘটনায় উম্মে হাবিবাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৮ অক্টোবর রাউজান পৌর সভার গহিরা এলাকার মো. তাজুল ইসলামের ছেলে ফখরুল ইসলামকে একটি বাসায় গলা কেটে গুরুতর আহত করার পর ২০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলামের সঙ্গে স্ত্রী উম্মে হাবিবার তিন মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর রাউজার পৌর এলাকার গহিরায় একটি ভবনের তৃতীয় তলায় মা রাশেদা বেগমের সঙ্গে ভাড়া থাকতেন হাবিবা। ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন দেখতে পায়।

এ সময় তারা আগুন নেভাতে সক্ষম হলেও ফ্ল্যাটের কিছু আসবাবপত্রসহ হাবিবার মায়ের হাত পুড়ে যায়। কিন্তু আগুন নেভানোর সময়ও চিৎকার আসতে থাকায় স্থানীয় লোকজন ছাদে গিয়ে ফখরুলকে গলাকাটা অবস্থায় দেখতে পান।

ঘটনার পরপর পুলিশ হাবিবা ও তার মা রাশেদা বেগমকে আটক করে। ১৯ অক্টোবর দুপুরে ফখরুলের ভাই নুরুল ইসলাম রাউজান থানায় হত্যা চেষ্টা মামলা করেন। অগ্নিদগ্ধ হওয়ায় তার মা রাশেদা বেগমকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview