Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'উন্নত রাষ্ট্র হতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview


রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্পের আওতায় উপজেলায় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সচেতনতা বৃদ্ধিমুলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, দেশকে উন্নতশীল রাষ্ট্রের তালিকায় নিয়ে যেতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী হতে হবে। বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সোনার বাংলা গড়ার কাজে শামিল হয়েছি। আমরা সকলে মিলে যদি কাজ করতে পারি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার, জেলা পরিষদের সদস্য ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একে সামসুদ্দিন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান হাওলাদার, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

এ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ইউপি সচিব, সাংবাদিক, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview