Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোগীর পেট থেকে বেরোল ১২২ টি পেরেক ও ভাঙ্গা কাঁচের গ্লাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে ১২২টি পেরেক, ৪টি পিন, একটি টুথপিক ও ভাঙ্গা কাঁচের গ্লাস বের করলেন চিকিৎসকেরা।

এমন ঘটনা ঘটেছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে।

সেন্ট পিটারস স্পেশ্যালাইজড হাসপাতালের কর্মরত চিকিৎসক দাওয়িত টিয়ারা জানান, ৩৩ বছর বয়সী ওই রোগী বিগত ১০বছর থেকে মানসিক রোগে ভুগছিলেন। এছাড়া গত দুই বছর থেকে কোন ধরনের ওষুধ খাচ্ছিলেন না মানসিক রোগে ভোগা ওই রোগী। তবে ওষুধ না খেলেও ১২২ টি পেরেক, ৪টি পিন, একটি টুথপিক ও ভাঙ্গা কাঁচের গ্লাস পানি দিয়ে খেয়ে ফেলে সে।

তিনি আরও বলেন, ভাগ্যের জোরে বেঁচে ছিলেন ওই রোগী। বড় ধরনের কোন অসুখ ধরা পড়েনি এটা সত্যি অবাক করার মত ব্যাপার। তবে সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ওই রোগী বলে জানান কর্মরত চিকিৎসক।

Bootstrap Image Preview