Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তালা মহিলা কলেজের ৪ছাত্রীর মেডিকেলে চান্স

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


তালা মহিলা ডিগ্রী কলেজ থেকে চলতি বছর ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চার মেধাবী শিক্ষার্থী মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

এদের মধ্যে- কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের আনছার উদ্দীন বিশ্বাসের মেয়ে নুসরাত সুলতানা নিশি ঢাকা মেডিকেল কলেজে , তালা সদরের বাররুইহাটি গ্রামের ফজলুল করিমের মেয়ে রিফা তাসফিয়া জয়নব রাজশাহী মেডিকেল কলেজে, খুলনার পাইকগাছা উপজেলার প্রতাপকাটি গ্রামের আবুল হোসেন খানের মেয়ে ফারিয়া নওশিন নাইচ খুলনা মেডিকেল কলেজে, একই উপজেলার কপিলমুনি গ্রামের প্রকাশ চন্দ্র মন্ডলের মেয়ে ধৃতি মন্ডল ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে।

তারা সকলেই ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষায় সুনামের সাথে উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে। 

চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, তাদের সাফল্যের জন্য তালা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষকদের আপ্রাণ চেষ্টা করেছেন। লেখাপড়ার মান উন্নয়নে তারা সার্বক্ষণিক সহযোগীতা পেয়েছিল । তারা তাদের সাফল্যের জন্য অধ্যক্ষ সহ শিক্ষক ও কর্মচারীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন ও দোয়া চেয়েছেন ।

তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, ভাল ফলাফল এবং আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে তারা এ পর্যন্ত নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে তারা এর সুফল পেতে শুরু করেছেন। ধারাবাহিকতা ত্বরান্বিত করতে তারা নিরলস কাজ করে যাবেন বলেও জানান তিনি। 
 

Bootstrap Image Preview