Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে নানান আয়োজনের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview


বান্দরবানে জেলা প্রশাসন ও বিআরটি'র আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে 'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বিআরটি'র মোটরযান পরিদর্শক মো: ফাহাদ সিকদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সঠিক নিয়ম নীতি মেনে সড়কে যানবাহন চলাচল করতে সবাইকে আরো বেশি সর্তক হতে হবে। এমনকি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর অনুরোধও জানান বক্তারা।  

Bootstrap Image Preview