Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাফালাফিতে ফ্লোর ধসে আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


পার্টি চলার সময় লাফালাফিতে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি বিশ্ববিদ্যালয়ে ফ্লোর ধসে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় সময় রবিবার (২১ অক্টোবর) ভোররাতে ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাপার্টমেন্ট ক্লাবহাউসে বার্ষিক হোমকামিং পার্টি চলাকালে এ ঘটনা ঘটে। পার্টিতে উপস্থিত ধসে পড়ার ঘটনার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে শিক্ষার্থীদের ফ্লোরে লাফালাফি করার সময় ফ্লোরটি ধসে পড়তে দেখা যায়।

এ ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে জরুরি বাহিনীর কর্মীরা উপস্থিত হয়। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটির বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে কতজন ক্লেমসনের শিক্ষার্থী তা নির্ধারণে কাজ করছে ক্লেমসন স্টুডেন্ট অ্যাফেয়ার্স। অন্য কোনো প্রতিষ্ঠানের এক বা একাধিকজন থাকলে তাদের জানাবে তারা।

Bootstrap Image Preview