Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


“সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরের জিরো পয়েন্ট  এলাকায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মটর শ্রমিকের সদস্য, নেতাকর্মী, চালক, হেলপার, সুপারভাইজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক তাই সতর্কতার সাথে আমাদের গাড়ি চালাতে হবে ও চলাচল করতে হবে, আমরা নিজেরা সচেতন হলে সড়কে মৃত্যুর হার শূণ্যের কোঠায় দাড়াবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,দূর্নীতি প্রতিরোধ কমিটির সাপাহার উপজেলা শাখার সভাপতি নূরল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ,সাপাহার সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম। 

 

Bootstrap Image Preview