Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে নিরাপদ সড়ক দিবসে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও শৃঙ্খলা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন হয়েছে। 

আজ সোমবার সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়শ্রী রানী রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতিক, গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু প্রমুখ। মানববন্ধনে জেলার সকল সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

এসময় গাড়ি চালকদের মাঝে সচেতনতা বাড়াতে স্কাউটস্ সদস্যরা লিফলেট বিতরণ ও হেট  লাইটের উপরের অংশ কালো কালি দিয়ে ঢেকে দেন। মানববন্ধন চলাকালীন জেলা পুলিশের ট্রফিক সদস্যরা সরকারী আইন ও হেলমেট না পড়ার দায়ে প্রায় দেড়শ মামলা দায়ের করেন।
 

Bootstrap Image Preview