Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে নারী ইউপি সদস্যকে পেটালেন দেবররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কর্তৃত্ব করতে না দেওয়ায় পটুয়াখালীর বাউফলে মোসা. লাইজু বেগম (৩৭) নামে এক ইউপি সদস্য ও তার মেয়েকে পিটিয়ে জখম করেছে তার দেবররা।

শনিবার(২০ অক্টোবর)বিকালে উপজেলার নওমালা ইউনিয়নে ওই ইউপি সদস্যের নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। এরপর ওই দিন সন্ধ্যায় লাইজু বেগমকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাইজু বেগম জানান, প্রায় ৬ মাস আগে তার স্বামী ইউপি সদস্য রফিকুল ইসলাম মারা যান। এরপর তিনি পুনরায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন।

 ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তার দেবররা তাকে রান্নাবান্নার কাজ করার নির্দেশ দেন। আর ইউপি সদস্য হিসেবে সকল দায়িত্ব দেবরদের ওপর ছেড়ে দিতে বলেন। এতে লাইজু বেগম অপারগতা প্রকাশ করলে দেবররা তার ওপর ক্ষুব্দ হন।

তিনি  আরও জানান, বিষয়টি নিয়ে শনিবার কথাকাটাকাটি হলে তাকে তার দেবর মামুন, করিম ও শাহাবুদ্দিন লাঠি ও বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করেন।

খবর পেয়ে লাইজু বেগমের মেয়ে সেতু আক্তার মীম (১৯) ওই দিন সন্ধ্যার পরে বাপের বাড়ি গিয়ে জানতে চাইলে মীমকেও মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় তার চাচীরা।

Bootstrap Image Preview