Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গাজীপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন চান রাসেল

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


গাজীপুর-১ আসনটি হচ্ছে জাতীয় সংসদের ১৯৪ নম্বর আসন। জেলার কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরের আংশিক এলাকা নিয়ে এ আসন গঠিত। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকার ১ থেকে ১৮ নং ওয়ার্ড এবং কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত।

আগামী একাদশ সংসদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম রাসেল গাজীপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেতে আগ্রহী।

ইতিমধ্যেই তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিয়েছেন ব্যানার ফেস্টুন। সেই সাথে নিয়মিত তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতাকর্মীদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখছেন বলেও জানা যায়।

এ ব্যাপারে আলাপকালে উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল বলেন, ৩৮ বছর ধরে কালিয়াকৈর উপজেলার কোন সন্তান এ আসনে থেকে মনোনয়ন পাননি। কালিয়াকেরবাসী এর পরিবর্তন চায়। বিগত নির্বাচনগুলোতে এই আসনের মনোনয়ন দেওয়া হয়েছে শ্রীপুর ও গাজীপুর সদর থেকে। মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে, কালিয়াকৈর উপজেলার আওয়ামী লীগ নেতারাকর্মীরা।

একাদশ সংসদ নির্বাচনে এই উপজেলা থেকেই প্রার্থী চান কালিয়াকৈরবাসী। এবার দলীয় মনোনয়নের ক্ষেত্রে এলাকাবাসীর প্রাণের যে দাবি তার মূল্যায়ন অব্যশই করবেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা আমার বিশ্বাস। আর এ বিশ্বাস এবং জনগণের প্রানের দাবি নিয়েই গাজীপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়েছি। তারই ধারাবাহিকতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড এবং পৌরসভার সকল এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। এছাড়া গাজীপুর মহানগরীর ১৮টি ওয়ার্ডগুলোতে প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview