Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে বিনামূল্যে প্রতিবন্ধি শিশুদের চিকিৎসা সেবা প্রদান 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৪:০৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৪:০৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিনব্যাপী বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।   

আজ সোমবার  হাই কেয়ার স্কুলের উদ্যোগে ও হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী মোশাররফ হোসেন বাবুর পৃষ্ঠ পোষকতায় ঐ স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় চিকিৎসা প্রদান করেন, বাংলাদেশ হাইকেয়ার শিক্ষক প্রশিক্ষন প্রকল্পের অধ্যক্ষ হাই কেয়ার বিশেষঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও হাই কেয়ার হেয়ারিং সেন্টার-ঢাকা এর চিকিৎসক অডিও মেট্রিশিয়ান ডাঃ ফারহানা কবীর এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট চিকিৎসক দল।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোশাররফ হোসেন বাবু, হাই কেয়ার স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোছাঃ মরিয়ম বেগম, হাই কেয়ার স্কুল পরিচালনা কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস,ফুলবাড়ী দুর্নীতি প্রতিরোধ কামাটর সভাপতি নাজিম উদ্দিন মন্ডল,এনজিও ফোরামের সভাপতি এমএ কাইয়ুম, হাই কেয়ার স্কুল পরিচালনা কমিটির কোষাধক্ষ্য সাংবাদিক প্রভাষক সাদেকুল ইসলাম ও হাইকেয়ার স্কুলের প্রধান শিক্ষক শবনম মোস্তারীসহ হাইকেয়ার স্কুলের শিক্ষকগণ।

সকাল ১০ টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় দুই শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিশুদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এবিষয়ে কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোশাররফ হোসেন বাবু বলেন, তিনি প্রবাস থেকে দেখেছেন, বিদাশে প্রতিবন্ধিরা রাষ্ট্রের বড়বড় দায়িত্বে রয়েছেন, কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধিরা তেমন কোন সুযোগ পায় না, অথচ প্রতিবন্ধিদের সুযোগ সৃষ্টি করলে তারাও সাভাবিক স্কুলে লেখাপাড়া করে ভাল কিছু করতে পারবে। এই লক্ষ নিয়ে তিনি গত ২০০৯ সালে ফুলবাড়ীতে হাই কেয়ার স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

Bootstrap Image Preview