Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্ষেপে পদত্যাগের হুমকি মাহাথিরের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৩:৪৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে প্রস্তুত আছেন তিনি। রোববার দেশটিতে ট্যাক্সি চালকদের সঙ্গে এক বৈঠকে বিব্রতকর পরিস্থিতি তৈরির জেরে এ হুমকি দেন তিনি।

অ্যাপসভিত্তিক যাত্রী সেবাদানকারী সিঙ্গাপুরের কোম্পানি গ্র্যাবকে বিশেষ সুবিধা দেয়ায় মালয়েশিয়ার ট্যাক্সি চালকরা যাত্রী হারাচ্ছেন এমন অভিযোগ উঠেছে। রোববার এই অভিযোগের ব্যাপারে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে আলোচনা করতে স্থানীয় ১০ ট্যাক্সি চালক বৈঠকে বসেন। ট্যাক্সি চালকদের বিরূপ আচরণের প্রেক্ষিতে তিনি এ ধরনের মন্তব্য করেন। 

 

ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো সমাধান বের করতে চাই। আর এর পরপরই ১০-১২ জনের ট্যাক্সি চালকের একটি দল প্রধানমন্ত্রী মাহাথিরের বিরুদ্ধে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যায়।

মালয়েশিয়ার রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাব নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশের অংশ হিসেবে ট্যাক্সি চালকদের দলটি এমন আচরণ করেছে। দলটি মনে করছে, গ্র্যাবের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Bootstrap Image Preview