Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গামাটিতে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ আটক দুই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM

bdmorning Image Preview


রাঙ্গামাটি শহরে সেগুন ও গুদা চিড়াই কাঠসহ মো. সিরাজ (২২) ও মো. আব্দুল আজিজ (১৭) নামে দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার ভোরে শহরের রুপনগর টিভি সেন্টার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকার বাসিন্দা।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে শহরের রুপনগর টিভি সেন্টার এলাকা থেকে ট্রাক (চট্রমেট্রো -ট ১১-০৮৭১) ভর্তি সেগুন ও গুদা চিড়াই কাঠ উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে গেলেও চালকের দুই সহকারীকে আটক করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের ফরেস্টার মাহবুবুর আলম বলেন, নিরাপত্তা বাহিনী এবং ফরেস্টের কর্মকর্তাদের যৌথ অভিযানে আমরা ট্রাক ভর্তি প্রায় ৫০০ ফুট সেগুন ও অবৈধ গুদা চিড়াই কাঠসহ দুইজনকে আটক করেছি। যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটককৃত দুইজকে আদালতে নিয়ে যাওয়া হবে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview