Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


‘সবাই নিয়ম মানবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সচেতনতামূলক সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নওগাঁর রাণীনগর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 

আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস, নির্বাহী অফিসার আল-মামুন, নির্বাচন অফিসার রুহুল আমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক, অফিস সুপার মোতাহার হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করে। 

পরে পৃথকভাবে রাণীনগর প্রেস ক্লাব ভবনে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রাণীনগর উপজেলা শাখার সভাপতি সাইদুজ্জামান সাগরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও নিসচা’র মহিলা বিষয়ক মোছা: সোনিয়া ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান, নিসচা’র উপদেষ্টা প্রভাষক জাহাঙ্গীর আলম মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী মো: বেদারুল ইসলাম প্রমুখ।

দিবসটি উপলক্ষে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনসহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 
 

Bootstrap Image Preview