Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নরসিংদীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প

নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে জাতীয় সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চালকদের জন্য একটি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।  এসময় চালকদের জন্য জেলা সিভিল সার্জন এর উদ্যোগে চালকদের চক্ষু ও কানের বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। 

এসময় চিকিৎসা নিতে আসে বাস চালক আব্দুল হাসিম গণমাধ্যমকর্মীদের কর্মীদের উদ্দেশে বলেন, জেলা প্রশাসকের উদ্দ্যোগে এ চিকিৎসা ক্যাম্প খোলাতে আমরা খুবই আনন্দিত ও আমাদের এই চিকিৎসা বিনামূল্যে পাওয়ায় আমরা অতি সহজেই চিকিৎসা সেবা পাচ্ছি।  

এর আগে দিবসটি পালন উপলক্ষে নরসিংদীতে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে আজ সোমবার  সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়র জেলখানার মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় উক্ত র‌্যালিতে বিভিন্ন বিআরটি কর্মকর্তারা ও মটরযান এসোসিয়নের শ্রমিকরা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।  পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন,  দেশে অনেক দুর্ঘটনা ঘটছে। ফলে সড়কে নিরাপত্তার জন্য মোবাইল কোর্ট বসাতে হয়। দেশের রাস্তার চেয়ে যানবাহন বেশি। এছাড়া চালক যারা রয়েছেন তারা অনেকে শিক্ষিত না থাকায় বিধায় আইন কানুন কম বুঝে।  

এসময় তিনি আরও বলেন, ডিভাইডার মেনে গাড়ি চালান। তাহলে সুশৃঙ্খলভাবে যানবাহন চলবে। ওভারটেকিং যেন চোখের পলকে হয়ে যাচ্ছে, হর্ণ দেয়ারও কোন নিয়ম মানে না। যানবাহন চলাচলে ক্ষেত্রে রিকশা ভ্যান ট্র্যাক বাধা হয়ে যায়। বিশ্বে এই দেশের মত একত্রে সব কিছু চলে না।

তিনি চালক ও হেলপারদের উদ্দেশ্যে বলেন, মাদককে না বলুন, দক্ষ চালক দিয়ে গাড়ি চালালেই সড়কগুলোতে ক্রমাগত কমে যাবে সড়ক দুর্ঘটনা। এসময় বিআরটিএকে অনুরোধ করে তিনি বলেন, চালকদের লাইসেন্সগুলো দ্রুত সমাধান করে সঠিকভাবে যানবাহন চালাতে সহযোগিতা করুন।

Bootstrap Image Preview