Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজউকের একই প্লট দুই ব্যক্তির নামে বরাদ্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


একই প্লট একজন ব্যক্তির নামে বরাদ্দ দিয়ে সে বরাদ্দ বাতিল করে পুনরায় অন্য একজন ব্যক্তির নামে বরাদ্দ দেয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

গতকাল রবিবার(২১ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম রাজউক কার্যালয়ে এ অভিযান চালায়। দুদকের হটলাইন ১০৬ এ সংক্রান্ত অভিযোগ আসলে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযান পরিচালনার বিষয়টি জানানো হয়েছে।

দুদক টিমের সংশ্লিষ্ট নথিসমূহ যাচাই করে পাওয়া তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৫ কাঠা আয়তনের আইডি নং ০৭-৪০১-০০১ প্লটটি ২০০৩ সালের ২৮ অক্টোবর জুবিলী হক নামক একজনকে বরাবর প্লটটির সাময়িক বরাদ্দপত্র জারি করা হয়। পরে একই প্লট ২০১০ সালের ৫ আগস্ট এএফএম সাইফুল ইসলামের নামেও বরাদ্দ করা হয়।

এ অনিয়মের কারণ জানতে চাইলে রাজউক কর্তৃপক্ষ এমআইএস এ তথ্যাবলি না থাকায় ভুলবশত এ অনিয়ম হয়েছে বলে দুদক টিমকে জানান।

এদিকে এ বছরের ১০ জুলাই প্লটটি প্রথমে বরাদ্দপ্রাপ্ত জুবিলী হক বরাবর বহাল রেখে এএফএম সাইফুল ইসলাম এর অনুকূলে একটি বিকল্প প্লট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজউকের মেম্বার (এস্টেট এবং ল্যান্ড) দুদক টিমকে আশ্বস্ত করেন যে, এ প্লট প্রদানের বিষয়টি অতিসত্বর সম্পাদিত হবে।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘এটি রাজউকের গভর্নেন্স ফেইলিওর, বড় ধরণের অনিয়ম। একই প্লট দুই ব্যক্তির নামে বরাদ্দের কারণে বড় জটিলতার সৃষ্টি হয়েছে। উক্ত প্লটে বরাদ্দপ্রাপ্ত উভয় ব্যক্তিই যেন কোনরূপ হয়রানির শিকার না হন, দুদক বিষয়টি পর্যবেক্ষণ করবে, এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

Bootstrap Image Preview