Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছয় বছরে সর্বোচ্চ বাজেট ঘাটতিতে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০১:৩০ PM

bdmorning Image Preview


গত বছর করপোরেট কর কমানোর কারনে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৭৯ বিলিয়ন ডলার, যা ছয় বছরে সর্বোচ্চ বলেছে যুক্তরাষ্ট্র ট্রেজারি বিভাগ।

করপোরেট কর কমানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এতে দেশে আরো বেশি শিল্প-কারখানা গড়ে উঠবে, তাতে অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু ট্রেজারি বিভাগ জানায়, করপোরেট কর আহরণ ব্যাপকভাবে কমে যাওয়ায় অর্থনীতিতে ঋণের বোঝা বেড়েছে।

ট্রেজারি বিভাগের প্রতিবেদনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় হয়েছে ৩.৩ ট্রিলিয়ন ডলার। এর বিপরীতে খরচ হয়েছে ৪.১ ট্রিলিয়ন ডলার। এতে ঘাটতি বেড়েছে ১৭ শতাংশ বা ১১৩ বিলিয়ন ডলার, যা ২০১২ সালের পর সর্বোচ্চ।

এ ঘাটতি বেড়ে জিডিপির ৩.৯ শতাংশ হয়েছে, যা ২০১৭ অর্থবছরের ৩.৫ শতাংশের চেয়ে বেশি। এমনকি গত ৪০ বছরের গড় ঘাটতি ৩.২ শতাংশের চেয়ে বেশি।

এর ফলে সর্বশেষ অর্থবছরে বিভিন্ন খাত থেকে সরকারের ঋণ এক ট্রিলিয়ন ডলার বেড়ে হয়েছে ১৫.৭৫ ট্রিলিয়ন ডলার। এতে সুদের পেছনে সরকারের ব্যয় ১৪ শতাংশ বা ৬৫ বিলিয়ন ডলার বেড়েছে। এ সময়ে সামরিক ব্যয় ৬ শতাংশ বা ৩২ বিলিয়ন ডলার বেড়েছে। তবে শিক্ষা খাতে ব্যয় ৪৮ বিলিয়ন ডলার বা ৪৩ শতাংশ কমেছে।

Bootstrap Image Preview