Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৯ মাস পর ঘোড়াশালে ইউরিয়া উৎপাদন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১২:১২ PM

bdmorning Image Preview


র্দীঘ ১৯ মাস পর আবারও উৎপাদনে ফিরেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন ১৪২২ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা।

রবিবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সার উৎপাদন শুরু হয়েছে। ঘোড়াশাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাত হোসেনের এসব তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে থেকে জানা যায়, উৎপাদনের জন্য ঘোড়াশাল কারখানায় দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ও পলাশ কারখানায় ১৩ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

২০১৭ সালের ১৭ এপ্রিল সরকারি সিদ্ধান্তে গ্রীষ্মকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্রোবাংলা।

চলতি বছর ১৩ সেপ্টেম্বর পুনরায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এর তিনদিন পর থেকে পলাশ সার কারখানায় সার উৎপাদন শুরু হলেও যান্ত্রিক ত্রুটির কারণে ঘোড়াশালে উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

কারখানার উৎপাদন বিভাগীয় সূত্র থেকে জানা যায়, প্রতি মেট্রিক টন সার উৎপাদনে খরচ হয় ১৪ হাজার টাকা। আর একই সার আমদানিতে খরচ হয় ৪০ হাজার টাকা।

প্রসঙ্গত, এবছর ঘোড়াশাল সার কারখানার বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হাজার টন।

Bootstrap Image Preview