Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশুগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত্য ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বড়তল্লাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রবিবার রাতে বড়তল্লাহ গ্রামের পানাউল্লাহ বাড়ির কাউসার, দেলোয়ার একই গ্রামের বড়গোষ্ঠীর সাইফুল মিয়ার ছেলে রোমনকে রেনেসা স্কুলের কাছে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ভৈরবের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লাহ গ্রামের পানাউল্লাহ বাড়ি ও বড়গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

এ ব্যাপারে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এব্যাপারে আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে রয়েছে।

Bootstrap Image Preview