Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যারিয়ার সেরা ইনিংসটিকে সেরা বলতে নারাজ ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১১:৪২ AM

bdmorning Image Preview


রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস।করেছেন স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে মিরপুরের মাঠে ইতিহাস সেরা ব্যাটিংটা। ইমরুলের ১৪৪ রানের ইনিংস অল্পের জন্য টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস না হলেও ঠাই পেয়েছে পরের ধাপেই। তবুও এই ইনিংসটাকে নিজের সেরা মানতে নারাজ ইমরুল।

ঘরের মাঠে জিম্বাবুইয়ানদের সাথে পরিস্কারভাবেই ফেভারিটের তকমা নিয়ে গতকাল প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলো বাংলাদেশ দল। তবে শুরুতে ব্যাট করতে নেমে হয়েছিলো ছন্দপতন।১৩৯ রানে ৬ উইকেট হারানো দল যখন দিশেহারা তখন সাইফউদ্দীনকে নিয়ে দলকে পথ দেখিয়েছেন তিনি। সপ্তম উইকেটে গড়েছেন ১২৭ রানের রেকর্ড জুটি। 

চাপের মধ্যে ৫০তম ওভারে আউট হওয়ার আগে  ১৪০ বলে ইমরুল খেলেন ১৪৪ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিলো ১৩ চারের সঙ্গে ৬ টি ছক্কাকে। তার এই ক্যারিয়ার সেরা ইনিংসের উপর ভর করেই জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় বাংলাদেশ।

তবু এই ইনিংসকে নিজের জীবনের সেরা বলতে রাজি নারাজ ইমরুল। ম্যাচসেরা হয়ে ম্যাচ পরিবর্তী সংবাদ সম্মেলনে এসে ইমরুল জানান, ‘এটা আমার ক্যারিয়ারের ভালো একটা ইনিংস হিসেবে রাখব। তবে আফগানিস্তানের বিপক্ষে (এশিয়া কাপে ৭২ রানের) ইনিংস অনেক দরকার ছিল। আমি তাই আফগানিস্তানের বিপক্ষে ইনিংসকে এগিয়ে রাখব।’

ইমরুল আরো যোগ করেন, ‘দিনশেষে নিজে ভালো খেললে দলের কাজ হয়ে যায়। আজকের ইনিংসটির জন্য বাংলাদেশ দল নিরাপদ হয়ে গেছে। এটার জন্য আলহামদুলিল্লাহ।’

Bootstrap Image Preview