Bootstrap Image Preview
ঢাকা, ২২ মঙ্গলবার, জানুয়ারী ২০১৯ | ৯ মাঘ ১৪২৫ | ঢাকা, ২৫ °সে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জেম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোর রাতে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত যুবক গরু কারবারি বলে জানা গেছে।

জানা যায়, ভোরে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে জেম গুলিবিদ্ধ হলে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসে। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার গণমাধ্যমকে জানান, বিষয়টি তাদের জানানো হয়নি। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখছেন।

নিহত জেম উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

 

Bootstrap Image Preview