Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জনের প্রাণহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


তাইওয়ানের ইলান কাউন্টিতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছেন।  দুর্ঘটনায় আরও ১৮৭ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (২১অক্টোবর) বিকালে দেশটির ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। গত ২৭ বছরের মধ্যে এটি ভয়াবহ রেল দুর্ঘটনা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

ট্রেনটিতে থাকা যাত্রী হেনরি সেং সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‌‌ট্রেনটি অতিদ্রুত চলছিল, হঠাৎ আমি ট্রেনের ভেতরের দেয়ালে ধাক্কা খেলাম এবং পাঁচ থেকে ছয়জন দরজা দিয়ে ছিটকে পড়ল।‌‌ তখন আসলে কী করা উচিত, তা চিন্তা করার সময় ছিল না। সবাই ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিল‌‌।

এব্যাপারে বিবিসি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, এই দুর্ঘটনায় ট্রেনটির চারটি বগি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিলেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview