Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুবাইয়ে কারাবন্দীরা কুরআন মুখস্থ করলে শাস্তি কম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:৫৯ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:৫৯ AM

bdmorning Image Preview


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দীরা যদি কুরআন মুখস্থ করেন, তবে তাদের শাস্তি কমানো হবে বলে জানিয়েছে ‘দ্য ইন্টারন্যাশনাল কুরান নিউজ এজেন্সি’।

শনিবার ‘দ্য ইন্টারন্যাশনাল কুরান নিউজ এজেন্সি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। দুবাইয়ের কারাগারে প্রকল্পটি চালু করেছে দ্য দুবাই ইন্টারন্যাশনাল হোলি কুরআন অ্যাওয়ার্ড(ডিআইএইচকিউএ)।

ওই কমিটির সদস্যরা দুবাইয়ের কারাবন্দীদের কুরআনের পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছে যে, তারা কুরআন মুখস্থ করতে সক্ষম।

দুবাইয়ের গভর্নরের মানবতা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা এবং ডিআইএইচকিউএ আয়োজক কমিটির প্রধান ইব্রাহীম মুহাম্মাদ বু মেলহা এই প্রকল্পকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন, কুরআন মুখস্থ করলে কারাবন্দীদের শাস্তি কমানোর প্রকল্প নিয়ে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, কারাবন্দীরা ভবিষ্যতে তাদের আলোকিত জীবনের জন্য পবিত্র কুরআনকে ব্যবহার করবে এবং কারাগারে তাদের অভিজ্ঞতাকে ভবিষ্যৎ জীবনের সংস্কার হিসেবে কাজে লাগাবে।

ডিআইএইচকিউএ’র মানবসম্পদের পরিচালক মোহামেদ আল হাম্মাদি বলেন, এই প্রকল্পের এটি তৃতীয় কোর্স চলছে এই কোর্সে ১২৪ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের ১১৫ জন কুরআন মুখস্থ করতে সক্ষম হওয়ায় তাদের শাস্তি কমানো হয়েছে।

তিনি আরো বলেন, এই প্রকল্পের আওতায় ৭ জন বন্দীর ২০ বছর, ৪ জন বন্দীর ১৫ বছর, ৮ জন বন্দীর ১০ বছর, ২০ জন বন্দীর ৫ বছর, ৩৫ জন বন্দীর ১ বছর এবং ৪১ জন বন্দীর ৬ মাসের শাস্তি কমানো হয়েছে।

Bootstrap Image Preview