Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যেসব শারীরিক সমস্যা অবহেলা করা উচিত নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:২৭ AM

bdmorning Image Preview


আমরা অনেক নানা ধরনের শারিরীক সমস্যায় ভূগি। প্রায় সময় এসব শারীরিক সমস্যাকে আমরা অভেলা করে থাকি যা পরে বড় কোনো রোগে হয়ে দেখা দেয়।

নিচের লক্ষণগুলো এক বা একাধিকবার দেখা দিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। কারণ এগুলো কোনো যৌনরোগের কারণ হতে পারে-

যৌনাঙ্গ থেকে তরল নিঃসৃত হওয়া : যৌন রোগ হলে যৌনাঙ্গ থেকে ঘন বা তরল পুঁজ বের হয়ে আসতে পারে। মহিলারা অনেক সময় একে লিউকোরিয়া বলে ভুল করতে পারেন। যৌনাঙ্গ দিয়ে সাদা সাদা পানির মতো বের হলে লিউকোরিয়া হওয়ার আশঙ্কা বেশি। ঘন থকথকে থেকে আঠালো তরল বের হলে এটি ইনফেকশন ভাবতে হবে। যৌনবাহিত রোগ শ্যানক্রয়েডের কারণে এমনটি হতে পারে।

মূত্রে জ্বালা ভাব : পানি কম খেলে বা ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে। তবে এটিকে কখনই হালকাভাবে নেয়া উচিত নয়। প্রস্রাব পরীক্ষা করিয়ে পুঁজের পরিমাণ ও ব্যাকটেরিয়া শনাক্ত করে চিকিৎসা নেয়া উচিত।

শারীরিক সম্পর্কের সময় ব্যথা বা রক্তপাত : এ সমস্যা হলে প্রথমেই মনে করতে হবে কোনো যৌনরোগ আছে কিনা, তবে সেক্সের সময় রক্ত বের হলেই যৌনরোগ হয়েছে তা কিন্তু নয়। শারীরিক সম্পর্কের সময় এরকম ব্যথা হলে অবশ্যই লিকুইড জেল ব্যবহার করা উচিত।

তলপেটে ব্যথা : মহিলাদের তলপেটে সবসময় ব্যথা হলে অবশ্যই ধরে নিতে হবে তিনি কোনো যৌনরোগে ভুগছেন। ইউটেরাসে যদি একবার ইনফেকশন হয় তাহলে বারবার হওয়ার আশঙ্কা থাকে এবং বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায়।

মলদ্বার দিয়ে রক্তপাত : অনেকে অর্শ বা গেজ বা পাইলস ভেবে ভুল করেন। সঠিক রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ নিন।

Bootstrap Image Preview