Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলে ১২ হাজার বছর আগের মানব জীবাশ্মের খুলি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১০:২৩ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১০:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্রাজিলে দুইশো বছরের পুরোনো জাদুঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লুজিয়ার জীবাশ্মের মাথার খুঁলি উদ্ধার করা হয়েছে। পুড়ে যাওয়া জাদুঘরটি সংস্কার করতে গিয়ে লুজিয়ার মাথার খুঁলিটি পাওয়া যায়। চলতি বছরের সেপ্টেম্বরে রিও ডি জেনেরিওর এই জাদুঘরে আগুন লেগে সংরক্ষিত থাকা মহামূল্যবান নিদর্শন, প্রাচীন ও দুষ্প্রাপ্য শিল্পকর্মগুলো পুড়ে যায়।

ওই সময় ধারণা করা হচ্ছিল লুজিয়ার জীবাশ্মটিও পুড়ে গেছে। তবে গত শুক্রবার জাদুঘরের পরিচালক জানান, লুজিয়ার মাথার খুলির ৮০ শতাংশ তারা উদ্ধার করেছেন। বাকিটাও উদ্ধারের ব্যাপারে তারা আশাবাদী।

‘লুজিয়া’ নামের ওই নারীর জীবাশ্ম ১৯৭০ সালে ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিনাস গেরাইস রাজ্যে এটা পাওয়া গিয়েছিল। এটি ব্রাজিলে পাওয়া প্রথম এবং সবচেয়ে প্রাচীন মানব জীবাশ্ম।

চলতি বছরের শুরু দিকে জাদুঘরটির দুশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান করা হয়। একসময় পর্তুগিজ রাজপরিবারের বাসস্থান ছিল এ ভবনটি।

ব্রাজিলিয়ানদের জন্য এটিকে দুঃখের দিন হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট মিশেল তেমের এক টুইটে বলেছেন, ‘ওই ভবনের সঙ্গে আমাদের ইতিহাসের অপরিমেয় ক্ষতি হলো।’

জানা গেছে, ব্রাজিলের পাশাপাশি মিসরসহ বিভিন্ন দেশের প্রত্নসম্পদ সংরক্ষিত ছিল ওই জাদুঘরে। ডাইনোসরের হাড় এবং ১২ হাজার বছর আগের এক মানুষের মাথার ‍খুলিও সংরক্ষিত ছিল জাদুঘরটিতে।

জাদুঘর কর্তৃপক্ষ অভিযোগ করেছে, বিভিন্ন সরকারের সময় এ জাদুঘরটি অবহেলার শিকার হয়েছে।

Bootstrap Image Preview