Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সোনাইমুড়ীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:১১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:১১ PM

bdmorning Image Preview


সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১১। এ সময় তাদের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ রবিবার ভোরে উপজেলার মহিতখোলা গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উক্ত গ্রামের মজিবুল হকের ছেলে নুরুল হক (৪৩), ইদ্রিস মিয়ার ছেলে মো. লিটন (২৫) ও খোয়ারপাড়া ভূঁইয়া বাড়ীর জাফর আহমদের ছেলে আব্দুর রহিম (২৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মহিতখোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি ঘর থেকে তিন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশী চালিয়ে একটি ৯এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছিল। ঘটনায় তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview