Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের ভয় নেই: তথ্যমন্ত্রী

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি 
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাইবার জগৎ, জনগণ, নারী ও শিশু এবং রাষ্ট্রের নিরাপত্তা বিধানে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়েছে উল্লেখ করে বলেছেন, ‘এর সঙ্গে গণমাধ্যমের কোনো সম্পর্ক নেই। গণমাধ্যমকর্মীরা সাচ্ছন্দ্যে নির্ভয়ে কাজ করবেন। এতে তাদের কোনো সমস্যা নেই।’ 

গতকাল শনিবার (২০ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাসদের জনসভায় যোগ দিতে এসে এসব কথা বলেন তিনি। 

সদ্য গঠিত ঐক্যফ্রন্ট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাসদের সভাপতি তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্ট হঠাৎ গজিয়ে ওঠা ফ্রন্ট। এ ফ্রন্টের নামে বাংলাদেশের গণতন্ত্রে রাজাকার, জঙ্গী ও অপরাধীদের আবারো আমদানি পুনর্বাসনে ওকালতি শুরু করেছেন ড. কামাল হোসেন। বিএনপি-জামায়াত তাকে ঢাল ও উকিল হিসেবে ব্যবহার করছে।’ 

তিনি আরো বলেন, ‘তাদের (ঐক্যফ্রন্ট) দাবির সারকথা হচ্ছে সাজাপ্রাপ্ত হত্যাকারী খালেদা জিয়া ও তারেক রহমানসহ যুদ্ধাপরাধী ও খুনী-অপরাধীদের মুক্ত করা। নির্বাচনের আগে তথাকথিত নির্দলীয় সরকারের মধ্য দিয়ে আসলে ভূতের সরকার বা অস্বাভাবিক সরকার গঠনের দাবি করছে তারা। এ দুই দাবি কার্যত নির্বাচন বর্জন ও বানচালের পাঁয়তারা।’ ঐক্যফ্রন্টের এই দাবিগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

আলমডাঙ্গা এ-টিম মাঠে উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ইনু বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও সাফল্যর কথা জানিয়ে বলেন, বিএনপি-জামায়াত কারাগার ও আদালতের বারান্দা থেকে রাজনীতির মাঠে আবার হালাল হওয়ার চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে জনগণ বা গণতন্ত্রের কোনো সম্পৃক্ততা নেই। আদালতের বারান্দার আসামি ও কারাবন্দি আসামিদের নতুন করে আবার রাজনীতির মাঠে নিয়ে আসার প্রকল্প বাস্তবায়নে চক্রান্ত শুরু করেছে ঐক্যফ্রন্ট বিএনপি ও ডা. কামালরা। তাদের সে আশা কোন দিনও পূরণ হবে না। দেশ পরিচালনার জন্য সুনির্দিষ্ট একটি সংবিধান আছে। সেই সংবিধান অনুসারেই আগামী একাদশ সংসদ বা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।  

Bootstrap Image Preview