Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ৩৬টি মোবাইল ফোনসহ পাচারকারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১০:০২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview


বেনা‌পোল সীমান্ত থে‌কে ৩৬টি মোবাইল ফোনসহ মুক্তার আলী নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২০ অক্টোবর) দুপরের সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তা‌কে আটক করা হয়। আটক মুক্তার ঢাকার কেরাণীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাচারকারী ভারত থেকে পাচার করা বিপুল পরিমাণ মোবাইল ফোন নিয়ে বেনাপোল থেকে একটি পরিবহনে করে যশোরের দিকে রওনা হচ্ছে। এমন সময় আমড়াখালী চেকপোস্টে বেনা‌পোল থে‌কে ছে‌ড়ে আসা পরিবহন তল্লাশী করে একটি ব্যাগের ভিতরে ৩৬টি দামি মোবাইল ফোন পাওয়া যায়। এই সময় ব্যাগের মালিক মুক্তারকে আটক করা হয়। আটক মোবাই‌লের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক জানান, আটক মুক্তারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview