Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৃত্যুর ৬ দিন আগেই কবরের স্থান ঠিক করেছিলেন আইয়ুব বাচ্চু’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৮:৫৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রুপালি গিটারের গায়ক বাংলাদেশের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। মৃত্যুর মাত্র ছয়দিন আগে এসেছিলেন মায়ের কবর জিয়ারত করার জন্য। তখন নিজের কবর এখানেই হবে দেখিয়ে দিয়েছেন কবরস্থানের তত্ত্বাবধায়ক জাফরকে।

চট্টগ্রামে ছয়দিন আগে একটি প্রোগ্রাম করেছিলেন আইয়ুব বাচ্চু রূপালি গিটারের এ নায়ক । সেসময় মায়ের কবর জিয়ারত করতে এসে তার ইচ্ছার কথা জানান।

আইয়ুব বাচ্চুর মামা আব্দুল আলীম লোহানী বলেন, 'মৃত্যুর খবরটি হয়ত তার জানা হয়ে গিয়েছিল। গত ১২ অক্টোবর শেষ বারের মতো প্রোগ্রাম করতে চট্টগ্রামে আসে আইয়ুব বাচ্চু। তখন চৈতন্য গলির মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানের তত্ত্বাবধায়ক জাফরকে বলেছিল, ‘জাফর আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মায়ের পাশে আমাকে কবর দিবা।’

চৈতন্য গলি কবরস্থানের মতোয়ালী হাফেজ গোলাম রহমান বলেন, ‘আইয়ুব বাচ্চু চট্টগ্রামে এলে মায়ের কবর জিয়ারত করতে আসতেন। তার ইচ্ছায় আজ এখানে কবর তৈরি করা হয়েছে।’

এর আগে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে বাদ আছর উপমহাদেশের অন্যতম সেরা গিটারবাদক আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন লাখো মুসল্লি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে মরদেহ পৌঁছায় কিংবদন্তি এ সঙ্গীতশিল্পীর। সেখানে ১০টা ৫০ মিনিটে মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আইয়ুব বাচ্চুর চতুর্থ জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের একাংশ

পরে ১১টা ১০ মিনিটে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়। দুপুর সোয়া ১২টায় মাদারবাড়িতে তার মরদেহ পৌঁছায়।

মাদারবাড়ি থেকে দুপুর ২টা ৩০ মিনিটে বাচ্চুর মরদেহবাহী গাড়িটি রওয়ানা হয় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের উদ্দেশে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তার মরদেহ রাখা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে এলাকার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে বাদ আছর অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা।

Bootstrap Image Preview