Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুষ্টিয়ায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে জহুরুল ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের বিবাদমান বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম (৩০), আমরামুল হক মন্ডল (৩৪), আব্দুল কুদ্দুস গাজী (৪৮), নজরুল ইসলাম (৬০), নাজমুল ইসলাম (৩৬), ডাবলু (২৪), মজনুর রহমান (৩৫), লিটু (৩৫), জনি (১৭), আব্দুল গাফ্ফার (২৫) এবং আব্দুর রহিম গ্রুপের গোলজার আলী (৫০), জসিম উদ্দিন (৩৮), মঙ্গল আলীসহ (৪৭) প্রায় ২৫ জন আহত হয়।

তাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুনরায় যাতে সংঘর্ষ না হয় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview