Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মায়ের পাশে তৈরি আইয়ুব বাচ্চুর 'শেষ ঠিকানা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:২২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছায় আইয়ুব বাচ্চুর লাশ। শেষবারের মতো নানা বাড়িতে আনা হয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর নিষ্প্রাণ দেহ।

শনিবার মরদেহটি গ্রহণ করেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরে মরদেহবাহী গাড়ি দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর নানার বাড়ির উদ্দেশে রওনা দেয়।

এ দিকে সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র বাচ্চুর শেষ ঠিকানাও তৈরি করা হয়েছে। নগরের স্টেশন রোডের বাইশ মহল্লা চৈতন্য গলির কবরস্থানে মায়ের কবরের বাম পাশে বাচ্চুর জন্য খোঁড়া হয়েছে সাড়ে তিন হাত মাটির কবর।

আজ সকাল সাতটা থেকে কবর খোঁড়া শুরু করেন মো. জাফর (৬০), মো. সরওয়ার (৩০) ও ইমাম হোসেন (২০)।

মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুর কবরটি তৈরি করা হয়েছে। বেলে মাটি হওয়ায় অত্যন্ত যত্নের সঙ্গে কবরটি খোঁড়া হয়েছে। প্রায় দুই ঘণ্টা লেগেছে কবরটি খুঁড়তে।

নগরীর জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বলে জানান সিটি মেয়র।

এর আগে বৃহস্পতিবার সকালে নিজ বাসাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দেশ বরেণ্য এই সংগীত শিল্পী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview