Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ প্রতীক্ষার পর বৈলর-ফুলবাড়ীয়া সড়কের কাজ শুরু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৩:১২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৩:১২ PM

bdmorning Image Preview


ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার অন্যতম যোগাযোগস্থল বইলর-ফুলবাড়ীয়া সড়ক। প্রায় দুইশ গ্রামের কয়েক লাখ মানুষ ও কয়েক হাজার যানবাহনের চলাচল এ সড়ক দিয়ে। দুই উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি নির্মাণের পর সংস্কারের অভবে ত্রিশালের শেষ সীমানা পর্যন্ত পাঁচ কি.মি পাকা সড়কের প্রায় পুরোটাই বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। এতে দীর্ঘ দিন ধরে অন্তহীন দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। রাস্তাটির পূর্ণনির্মান কাজ চলতি বছরে একনেকে পাশ হলে জনমনে স্বস্তি বিরাজ করে।

এদিকে আজ শনিবার সকালে সড়ক পূর্ণনির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক সাংসদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট রেজা আলী।

বৈলর থেকে ফুলবাড়ীয়া ত্রিশাল উপজেলার সীমানা পর্যন্ত ৫ কিলো মিটার সড়ক ১মিটারের ৮টি কালভার্টসহ পূর্ণনির্মাণ কাজে ব্যয় হবে ১২ কোটি টাকা। আগামী ৬মাসের মধ্যে পূর্ণনির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহেদ হোসেন।

উদ্বোধনকালে এডভোকেট রেজা আলী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে  উন্নয়নের রোলমডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। দেশে বিদেশে দক্ষ নেতৃত্বের কারণে বিদেশের মাটিতে সুনাম অর্জন করেছে তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আপনারা সব সময় ভালো থাকুন। তিনি সারা দেশের দৃশ্যমান উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আপনারা আবারো নৌকায় ভোট দিন। ইনশাআল্লাহ ত্রিশাল উপজেলার সবচেয়ে উন্নত মানের এই সড়কের একাজ দ্রুত সম্পন্ন হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক শোভামিয়া আকন্দ, এডভোকেট জিয়াউল হক সবুজ, নজরুল কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, বইলর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমূখ।

Bootstrap Image Preview