Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মবিরতি

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM

bdmorning Image Preview


চুক্তিভিত্তিক চাকরি নিয়মিত করার দাবিতে মাদারীপুর পল্লীবিদ্যুৎ সমিতির চারটি উপজেলার চারটি যোনাল অফিসের শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্ঠকালের জন্য কর্মবিরতি ও  মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ শনিবার সকাল থেকে  ‘চুক্তি হতে মুক্তি চাই, চাকরি নিয়মিতকরণ চাই। অন্ন চাই, বস্ত্র চাই, স্থায়ী চাকরি চাই’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করে। 

মানববন্ধনে কর্মসূচিতে অসহায় চাকরিজীবী  মো. কামরুজ্জামান, ওবাইদুর রহমান, জেহের আলী, শরিফুল ইসলাম, সবুজ খান বলেন, আমরা আমাদের পরিবার নিয়ে চাকরি করে বেঁচে থাকতে চাই। চাকরি না থাকলে আমরা বেকার হয়ে যাবো। আমাদের পরিবার অসহায় হয়ে যাবে। চাকরি আজ আছে কাল নাই, এমন নজির পৃথিবীর কোথাও নাই। অনেকের অন্য চাকরি করার বয়সও নেই। আমরা যতদিন চাকরি করতে পারব, ততদিন চাকরিটি স্থায়ী ভাবে করতে চাই।

বর্তমানে শ্রম বান্ধব সরকারের শ্রম আইন সংশোধনী হয়েছে। সেই আইনে উল্লেখ আছে ৪নং ধারার ১১নং উপধারায়- কোনো স্থায়ী প্রতিষ্ঠানে কাজের জন্য অস্থায়ী কর্মচারী, দৈনিক ভিত্তিক ও চুক্তি ভিত্তিক কোনো শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না। অথচ বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ বৃহৎ বিতরণকারী সংস্থা/ স্থায়ী প্রতিষ্ঠান। এর কার্যক্রম স্থায়ী কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জার এর পদ অস্থায়ী চুক্তি ভিত্তিক। আমাদের যতদিন চাকরি স্থায়ীকরণ করা হবে না, ততদিন আমরা এই কর্মবিরতির কর্মসূচি পালন করে যাব।

এই ব্যাপারে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ইঞ্চিনিয়ার সাওখায়াত হোসেন বলেন, এই ব্যাপারটা নিয়ে তাদের সাথে আলোচনা বসা হবে।

Bootstrap Image Preview