Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনগণ জাতীয় পার্টিকে আবারও সুযোগ দিতে চায়: রওশন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview


জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, জনগণ চাচ্ছে জাতীয় পার্টিকে আরেকবার সুযোগ দিতে। সেই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। আমরা যদি গ্রহণ করতে না পারি তাহলে আর কোন দলই পারবে না।

শনিবার (২০ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, মহাসমাবেশে নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেখে মনে হয়েছে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া সম্ভব। জনগণ চাচ্ছে জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতায় নিয়ে যেতে।

তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টি পারবে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে। আমাদেরকে জনগণের কথা চিন্তা করতে হবে। এত বছর হয়ে গেছে আমরা ক্ষমতায় যেতে পারি নাই, এই সমাবেশের উৎসাহ-উদ্দীপনা দেখে মনে হলো জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, দেশের যা অবস্থা হয়েছে মানুষের কর্মসংস্থান নেই, সন্ত্রাস মাদক ছড়িয়ে পড়ছে, এ অবস্থা থেকে এ অবস্থা থেকে দেশকে সুখি সমৃদ্ধ করতে হবে। যেভাবেই হোক পার্টিকে সংগঠিত করতে হবে, সংগঠনকে শক্ত মজবুত ভাবে সংগঠিত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলামসহ সর্বস্তরের নেতারর্মীরা।

Bootstrap Image Preview